Site icon Jamuna Television

ফিলিস্তিনিকে পিটিয়ে হত্যা করলো ইসরায়েলি সেনারা

পশ্চিম তীরে এক ফিলিস্তিনিকে পিটিয়ে হত্যা করেছে ইসরায়েলি সেনাসদস্যরা। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ওমর আল সারাদিহ। সিসিটিভির ফুটেজে দেখা যায় আটক করার পর তাকে হাতকড়া পড়া অবস্থায় মাটিতে ফেলে পেটাতে থাকে ইসরায়েলি সেনারা। নিহতের পরিবার বলছে, হত্যার উদ্দেশ্যেই আটক করা হয় তাকে। তবে তেল আবিবের দাবী সন্ত্রাসবিরোধী অভিযান চলার সময় আটক করা হয় ওমরকে। এসময় সেনাসদস্যের ওপর হামলায় উদ্যত হলে তা প্রতিরোধ করতেই তার ওপর অস্ত্র প্রয়োগ করা হয়। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায়।

Exit mobile version