Site icon Jamuna Television

যমজ সন্তানের বাবা হয়েছেন বোল্ট

যমজ পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানব উসেইন বোল্ট। তার স্ত্রী কাসি বেনেট সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানদের ছবি এবং নাম প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে এই সুসংবাদ জানিয়েছেন উসাইন বোল্ট ও তার বান্ধুবী। বিশ্ব বাবা দিবসে কাসি বেনেট এই ছবি পোস্ট করে লেখেন, তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সব থেকে সেরা বাবা। আমরা প্রত্যেকে তোমায় ভালবাসি।

নিজের গতি দিয়ে গোটা বিশ্বকে চমকে দেয়া জ্যামাইকান এই গতিমানব তার সন্তানদের অভিনব নাম রেখেছেন। নিজের করা পোস্টে বোল্ট জানিয়েছেন তার দুই ছেলের নাম থান্ডার বোল্ট ও সেন্ট লিও বোল্ট। এর আগে বোল্টের প্রথম মেয়ে সন্তানের নাম রাখা হয় অলিম্পিয়া।

উল্লেখ্য, টানা তিনটি অলম্পিকে ১০০ ও ২০০ মিটারে স্বর্নজয়ী একমাত্র দৌড়বিদ তিনিই।

Exit mobile version