
পাকিস্তানে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় মেয়েদের পোশাককে দায়ী করেছেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। তা নিয়ে এবার ইমরান খানকে পাল্টা দিলেন লেখিকা তসলিমা নাসরিন। ইমরানের যৌবনকালের একটি জামা ছাড়া ছবি দেখিয়েছেন তিনি। ইমরানের কথাই ঘুরিয়ে তিনি বলেছেন, ছেলেদের শরীর দেখালে মেয়েদের মন পুলকিত হওয়া স্বাভাবিক।
পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক ইমরান খান মেয়েদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। সেই সময় তোলা ইমরানের একটি ছবি মঙ্গলবার টুইটারে তুলে ধরেছেন তসলিমা। ছবিতে ইমরানের শরীরের উপরিভাগ দৃশ্যমান এবং তার গায়ে কোনও জামা নেই।
সেই নিয়ে তসলিমা লিখেছেন, পুরুষ যদি স্বল্প পোশাক পরে, তাতে মেয়েদেরও মন চঞ্চল হতে পারে, যদি তারা রোবট না হয়।
রাজনীতি শুরুর পর থেকেই বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন ইমরান খান। তাতে নতুন সংযোজন ধর্ষণের জন্য মেয়েদের পোশাক নিয়ে করা মন্তব্য। একটি বিদেশি সংবাদমাধ্যমে ইমরান বলেন, ‘স্বল্পবাস মহিলাকে দেখে পুরুষের মন চঞ্চল হওয়াটাই স্বাভাবিক, যদি না সেই পুরুষ রোবট হয়। সাধারণ বুদ্ধি অন্তত তাই বলে।’
ইমরানের এই মন্তব্যে বিতর্ক শুরু হয় বিশ্বব্যাপী। ইমরান খান কে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি তোলেন অনেক নামি দামি সেলিব্রেটিরাও। সেই বিতর্কে যোগ দিলেন তসলিমা নাসরিন।



Leave a reply