Site icon Jamuna Television

বাংলাদেশে মানুষের সবচেয়ে বেশি রাগ আমার ওপর: মিথিলা

বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি রাগ আমার ওপর, তাহসানের ওপর রাগ নেই, বলে মন্তব্য করেছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। কলকাতার পত্রিকা আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃজিতের সাথে তার সম্পর্ক নিয়ে মানুষের বিরূপ মন্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মিথিলা এসব কথা বলেন। তাহসনা প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশে তো মানুষের সবচেয়ে বেশি রাগ আমার ওপর। মানুষ প্রশ্ন করছেন মেয়ে হয়ে কেনো আমি বিবাহ বিচ্ছেদ করলাম? মেয়েদের নাকি এসব করতে নেই। তাহসানের ওপর কিন্তু মানুষের রাগ নেই। রাগ যত আমার ওপর। আমি কেন বিয়ে করলাম? আর সৃজিত তো ইসলামধর্মীও নয়। আমি বাংলাদেশের সংস্কৃতিকে কলুষিত করেছি। আমি নাকি ‘চরিত্রহীন মা’। এই ‘অসভ্য’ মা ‘অসভ্য’ জাতির জন্ম দেবে।

সামাজিক মাধ্যমে তাকে ‘অসভ্য’ বলে মানুষ নিজে অসভ্যতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে মিথিলা বলেন, বর্তমান সময়ে অরুচিকর কথা বেড়েছে। আমাকে ‘অসভ্য’ বলে মানুষ নিজে যে অসভ্যতার পরিচয় দিচ্ছে সেটা আগামী পৃথিবীর জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়। সময় এসেছে সবাই মিলে এসবের প্রতিবাদ করার।

মিথিলাকে কটাক্ষ নিয়ে তাহসানের সরব হওয়া প্রসঙ্গে আনন্দবাজারের সাথে আলাপে মিথিলা বলেন, আমরা আজও বন্ধু। আমাদের রোজ কথা হয়। মানুষকে বুঝতে হবে আমরা দুজনে এক বাচ্চার বাবা-মা। আমাদের সম্পর্কটা এখন বন্ধুর মতো। আর এই সম্পর্ক আয়রার জন্য খুব জরুরি। আমার আর তাহসানের স্বাভাবিকতার জন্যই আয়রা আমায় আজ বলতে পারে, ‘মা আমি বাবার কাছে যাব’। আমার অন্যান্য বন্ধুদের তো দেখেছি বিবাহ বিচ্ছেদের পরে পারস্পরিক সম্পর্ককে তাঁরা এত তিক্ত করেছে যে তার প্রভাব বাচ্চার ওপর এসে পড়েছে। আয়রা সেখানে স্বাভাবিক পরিবেশে বড় হচ্ছে।

তবে বর্তমানে কলাকাতার সংসার গোছাতে তিনি মনোযোগী হতে চাইছেন বলে জানান মিথিলা। তিনি বলেন, বর্ডার বন্ধ। আমি আর সৃজিত রোজই আমাদের যাওয়া নিয়ে আলোচনা করি। ও যে ঢাকায় আসবে, তাও তো হবে না। ঢাকায় এখন করোনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আমি বর্ডার খুললে জুলাইতে যাওয়ার চেষ্টা করবো। তখন শুনছি সৃজিত শ্যুটে মুম্বাইতে থাকবে। যা অবস্থা, অনেক দূরের কথাও আগে থেকে ভাবছি।

Exit mobile version