Site icon Jamuna Television

‘টিকা দেওয়ার আশ্বাসে বড় দেশগুলো শুধুই কালক্ষেপণ করছে’

মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা পাওয়ার ব্যপারে কোনো সুখবর দিতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র থেকে ফিরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকা দেওয়ার আশ্বাসের মাধ্যমে তারা শুধুই কালক্ষেপণ করছে।

মন্ত্রী বলেন, ধনী দেশগুলো অপ্রয়োজনীয় ভ্যাকসিন নিয়ে বসে আছে। দেশগুলো তাদের জনসংখ্যার চেয়ে বেশি টিকা মজুদ করেছে বলেও জানান মন্ত্রী। টিকা সরবরাহের ক্ষেত্রে দেশগুলো শুধুই শর্ত দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এমনকি যুক্তরাষ্ট্র কোন কোম্পানির, কী পরিমাণ ভ্যাকসিন কবে নাগাদ পাঠাবে তা এখনও নিশ্চিত করেনি বলেও জানান তিনি।

ভ্যাকসিন নিয়ে উন্নত দেশগুলোর আচরণকে মূলা ঝোলানোর সাথে তুলনা করে ক্ষোভ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘনের পরও ধনী দেশগুলো মিয়ানমারের সাথে গত ৪ বছর ব্যবসা বাণিজ্য বাড়িয়েছে। এ ধরনের আচরণকে তাদের দ্বিমুখিতা বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মোমেন।

এছাড়াও সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়েছে। প্রবাসীদের অস্ত্র ব্যবহার প্রসঙ্গে তিনি সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলেও জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, কানাডায় অবস্থানরত বাংলাদেশিদের সম্পদের তথ্য চাইলেও সেখানকার গোপনীয়তা বিষয়ক আইনের কারণে তা পাওয়া যাচ্ছে না।

Exit mobile version