Site icon Jamuna Television

দুই মাসে সর্বোচ্চ করোনা শনাক্ত

আজ করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়

গত দুই মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে আজ। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৭৬ জন। মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৩ হাজার ৭০২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ৮৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮ জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৯ দশমিক তিন ছয় শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৯০৩ জন। মোট সুস্থ ৭ লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। মৃত ৭৬ জনের মধ্যে পুরুষ-৪২ জন আর নারী ৩৪।

বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায় ২৭। এছাড়া ঢাকায়-১৪, রাজশাহী-১৪, চট্টগ্রামে-১০, রংপুরে-৬, বরিশালে-২, সিলেট বিভাগে ৩ জন করে মারা গেছেন।

Exit mobile version