Site icon Jamuna Television

রাখাইনে হামলাকারীরা ‘বাঙালি চরমপন্থি’ নয়

মিয়ানমারের রাখাইনে পুলিশ চৌকিতে হামলাকারীদের বিষয়ে নিজেদের অবস্থান এবার স্পষ্ট করলো দেশটির প্রশাসন। হামলাকারীদের বাঙালি চরমপন্থী না বলে চরমপন্থী এআরএসএ সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে মিয়ানমার বুধবার তথ্য মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়।

গেলো বৃহস্পতিবার রাতে, রাখাইনে পুলিশ চৌকি ও সেনাঘাঁটিতে হামলা হয়। শুরু থেকেই হামলার পেছনে বাঙ্গালি সন্ত্রাসীদের দায়ী করে সুচি প্রশাসন। কিন্তু বাংলাদেশের তীব্র সমালোচেনার পর অবশেষে এ অবস্থান থেকে পিছু হটলো তারা। রাখাইনে এখনো অব্যাহত আছে সহিংসতা। সরকারি হিসেব অনুসারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে। বুধবারই আরো ৭ জনের নিহতের  তথ্য নিশ্চিত করে দেশটির তথ্য মন্ত্রণালয়। বলা হচ্ছে, মংডুর খন-তাইং গ্রামে গেল সোমবার হামলা চালায় স্বশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মির অন্তত চারশ’ সদস্য। তাদের হামলায় প্রাণ যায় ম্রো গোষ্ঠীর অন্তত ৭ জনের। আহত হয় বেশ কয়েকজন। এ সময় ঘরবাড়িও জ্বালিয়ে দেয়া হয়।

Exit mobile version