Site icon Jamuna Television

কক্সবাজারে সৈকত বন্ধ থাকলেও খুলছে হোটেল

২৪ জুন থেকে শর্তসাপেক্ষে কক্সবাজারের হোটেল-মোটেলগুলো খুলে দেয়া হচ্ছে। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মজীবীদের জীবন-জীবিকা নির্বাহসহ বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে গেস্টহাউস, হোটেল ও মোটেলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শর্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুসরণ করে হোটেলগুলো চালু রাখতে হবে। শুধু জরুরি প্রয়োজনে আসা লোকজনকেই কক্ষ সরবরাহ করা যাবে। ৫০ শতাংশের বেশি কক্ষে অতিথি রাখা যাবে না। ভ্রমণের জন্য যাওয়া কাউকে রুম ভাড়া দেয়া যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়েছে। হোটেলের রেস্টুরেন্ট বন্ধ রাখতে বলা হলেও অতিথিদের রুমে খাবার সরবরাহ করার অনুমোদন থাকবে। বন্ধ থাকবে হোটেলগুলোর সুইমিংপুল। এছাড়াও হোটেলের প্রবেশমুখে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা ও জীবানুনাশক স্প্রে রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।

হোটেলগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারকি জন্য মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সেগুলোকে বন্ধ করে দেয়া হতে পারে বলেও জানানো হয়েছে।

Exit mobile version