Site icon Jamuna Television

রাজধানীর সাথে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ

ঢাকার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আন্তঃনগর চিত্রা, দ্রুতযান, কুড়িগ্রাম, লালমনি ও পঞ্চগড় এক্সপ্রেস ঢাকায় পৌঁছার পর রাত ১২টার পরেও যাত্রী নিয়ে পুনরায় ছেড়ে যাবে। ঢাকার আশপাশের চারটিসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ব্যতীত সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আগামী ৩০ জুন পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।

যেসব যাত্রী আগামীকাল ও এর পরের তারিখের জন্য টিকিট কিনেছেন তারা প্রজ্ঞাপন প্রকাশের পর কাউন্টার থেকে টাকা ফেরত নিতে পারবেন। ঢাকার সাথে চলাচল বন্ধ থাকলেও জেলা পর্যায়ে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। আগের দুই দফার পর গেলো ২৪ মে থেকে ৫০ ভাগ আসন নিয়ে আন্তঃনগর ট্রেন চলাচল করছিল। ঢাকার চারপাশে সাত জেলায় কঠোর লকডাউনের পর সেটিও বন্ধ হয়ে গেল।

এর আগে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় ঢাকা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা হয়। বন্ধ রাখা হয় এমনকি যাত্রীবাহী নৌযানও। আজ থেকে করোনা মোকাবেলার পদক্ষেপ হিসেবে সারাগেদশে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হলো।

Exit mobile version