Site icon Jamuna Television

স্থগিত হলো ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা

কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বমুখী পরিস্থিতির কারণে আগামী ২৭ জুন থেকে স্থগিত হয়েছে চিকিৎসক নিয়োগের ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা। মঙ্গলবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে কোভিড ১৯ এর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ২৭ জুন (রোববার) থেকে স্থগিত করা হলো। সংশ্লিষ্ট সকলকে স্থগিত মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত ২৩ মে ৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়। আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের মৌখিক পরীক্ষা নেওয়ার কথা ছিল। করোনাভাইরাস মহামারীর মধ্যেই দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। গত ২৬ ফেব্রুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয়েছেন ৬০২২ জন।

Exit mobile version