ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন।
আজ সকাল সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মহা সড়কের ভুইয়া ফিলিংস ষ্টেশনের পাশে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ গামী শ্যামল ছায়া বাস সড়ক পার হতে থাকা একটা বাইসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পরে যায়।
এদিকে নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— ঈশ্বরগঞ্জের জাতিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের আব্দুস সাত্তার খাঁর ছেলে সাইকেল আরোহী রতন মিয়া (২৮), বাসের যাত্রী নান্দাইলের বাসিন্দা হাবিব মিয়া (৩৫) ও জামালপুরের বাসিন্দা হাসিনা খাতুন (৭৫)।

