Site icon Jamuna Television

চালকহীন রেসিং কারের প্রথম সফল পরীক্ষা

প্রথমবারের মতো সফল পরীক্ষা চালানো হলো- চালকহীন ইলেকট্রিক ফ্লাইং রেসিং কারের। এ সপ্তাহে ‘আলাওদা এমকে-থ্রি’ গাড়িটির ভিডিও প্রকাশ করে নির্মাতা প্রতিষ্ঠান এয়ারস্পিডার।

রিমোটের মাধ্যমে পরিচালনা করা হবে গাড়িটি। এয়ার স্পিডার বলছে, অত্যাধুনিক এই যানটি ১৩০ কেজির মতো ভার বহনে সক্ষম। তিন সেকেন্ডেরও কম সময়ে গাড়িটি স্পিড তুলতে পারে ঘণ্টায় ৬২ কিলোমিটার। গাড়িটির ব্যাটারি পুনরায় ব্যবহারযোগ্য। একটি সেট ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত ব্যাকাপ দিতে পারে- এমন দাবি নির্মাতা প্রতিষ্ঠানটির।

ডিজিটাল স্ট্রিমিংয়ের মাধ্যমে দর্শকরা উপভোগ করতে পারবেন গাড়িটির অত্যাধুনিক রেস। ২০২২ সাল নাগাদ রেসিংয়ে অংশ নেবে গাড়িটি। বিশেষজ্ঞরা বলছেন, নতুন প্রযুক্তিতে সাফল্যের মাধ্যমে স্পোর্টসকার নির্মাণে একধাপ এগিয়ে গেলো এয়ার স্পিডার।

Exit mobile version