Site icon Jamuna Television

রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করলেন বিদায়ী সেনাপ্রধান

রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সন্ধ্যায় বঙ্গভবনে সাক্ষাৎকালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নে তাঁর সময়ে গৃহীত পদক্ষেপসমূহ সহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনাবাহিনীর আধুনিকায়নে বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ডের প্রশংসা করেন। সফলভাবে দায়িত্ব পালন করায় জেনারেল আজিজ আহমেদকে ধন্যবাদ জানান মাননীয় রাষ্ট্রপতি।

Exit mobile version