Site icon Jamuna Television

মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদকের মামলাতেই গ্রেফতার দিনমজুর

সিলেট প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক দিনমজুরকে মাদক মামলাতেই গ্রেফতারের অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধি আর সচেতন মহলের দাবি, পঞ্চাশোর্ধ দিন মজুর ফয়েজের মুখ বন্ধ রাখতেই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের যোগসাজসে তাকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত কমিটির কথা জানিয়েছে পুলিশ।

জকিগঞ্জ উপজেলার সীমান্তঘেষা উত্তরকুল গ্রামের রং মিস্ত্রি, পঞ্চাশোর্ধ ফয়েজ। ২০১৯ সালের ২১ অক্টোবর গ্রামের দুই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে খবর প্রকাশ হলে, সেই পত্রিকা বিলি করেন গ্রামে। এতে ক্ষুব্ধ হয়ে ৭ নভেম্বর রাতে, পুলিশের সোর্স বাহারের সহযোগিতায় ইয়াবা দিয়ে ফয়েজকে গ্রেফতার করায় মাদক ব্যবসায়ীরা। বিষয়টি টের পেয়ে সোর্স বাহার ও দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেই মামলা করে জকিগঞ্জ থানা পুলিশ।

এর প্রায় দেড় বছর পর গত ১৫ এপ্রিল রাতে আবারো ফয়েজের বাড়িতে হানা দেয় গোয়েন্দা পুলিশ। দুই ঘণ্টার তল্লাশিতে চালের পাত্রসহ পুরো বাড়িতে খুঁজে যেখানে কিছু পায়নি আইন শৃঙ্খলা বাহিনী; সেখানে সোর্স হাসন আসার পর একই পাত্রে পাওয়া ৫৫০টি ইয়াবা।

এমন ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা, চান সুষ্ঠু তদন্ত। ঘটনাটি জানার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মূল ঘটনা খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন জেলার পুলিশ প্রধান।

Exit mobile version