Site icon Jamuna Television

খুলনায় একদিনে করোনায় রেকর্ড মৃত্যু ৩২

খুলনায় একদিনে করোনায় মৃত্যু ৩২

করোনায় সংক্রমণ আর মৃত্যু প্রতিদিনই চোখ রাঙাচ্ছে খুলনা বিভাগে। আজও করোনায় রেকর্ড ৩২ জনের মৃত্যু হয়েছে। ফাঁকা নেই আইসিইউ’র কোন শয্যা।

মারা যাওয়াদের মধ্যে খুলনা জেলাতেই সর্বোচ্চ ৮ জন রয়েছে। ৭ জন আছেন ঝিনাইদহের। বাকিরা সাতক্ষীরা-যশোরসহ অন্যান্য জেলার।

এদিকে রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে আরও ১৬ জনের। এদের মধ্যে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ৮ জনই রাজশাহী জেলার। এ নিয়ে গেল ২৩ দিনে হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হলো ২৪৫ জনের। প্রাণহানির সাথে করোনা আক্রান্ত রোগীর চাপ পাল্লা দিয়ে বাড়ছে। হাসপাতালে তীল ধারণের ঠাই নেই। হিমশিম অবস্থা কর্তৃপক্ষের।

এনএনআর/

Exit mobile version