Site icon Jamuna Television

লুটপাট ও নির্যাতনের অভিযোগ ঘোড়াঘাট থানার ওসির বিরুদ্ধে

চাঁদাবাজির তথ্য ফাঁস করায়, লুটপাট ও নির্যাতন করার অভিযোগ উঠেছে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে ক্র্যাব’র এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু।

তিনি বলেন, রাতের আঁধারে গেট ভেঙ্গে মারধর করে টাকা, স্বর্ণালঙ্কার ও প্রাইভেটকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়েছে। পরবর্তীতে থানায় নির্যাতন চালিয়ে ১০টি মামলা দিয়ে জেলে পাঠানোর অভিযোগ করেন ভুক্তভোগী। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ওসির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ইউএইচ/

Exit mobile version