Site icon Jamuna Television

কলকাতার সিনেমায় প্রথমবার ’দ্বৈত’ সাকিব

বাংলাদেশের পাশাপাশি কলকাতাও বেশ জনপ্রিয় সাকিব খান। অভিনয় করেছেন টালিউডের বেশ কিছু সিনেমায়। তবে এবার প্রথমবারের মতো টালিউডের কোনো সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন সাকিব।

জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘ভাইজান’-এ দেখা যাবে সাকিবকে। তার বিপরীতে থাকছেন দুই দুইজন টলিউড সুন্দরী-শ্রাবন্তী  ও পায়েল। ‘শিকারি’ সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। তবে পায়েল সরকারকে এই প্রথম বাংলাদেশি নায়ক সাকিবের বিপরীতে দেখা যাবে।

ফিনফিনে শাড়িতে লাস্যময়ী পায়েল….

সামনের ঈদে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি করতে যাওয়া ‘ভাইজান’-এর শ্যুটিং কলকাতার পাশাপাশি লন্ডনেও করা হবে। সাড়ে চার কোটি টাকা বাজেটের এই সিনেমার শ্যুটিং শুরু হবে আগামী ৩ মার্চ থেকে।

পরিচালক জয়দীপের সঙ্গে এটি শাকিবের চতুর্থ ছবি। এর তারা ‘শিকারি’, ‘নবাব’, ‘চালবাজ’-এ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version