Site icon Jamuna Television

‘ড্রেনেজ ব্যবস্থার নকশা ত্রুটিপূর্ণ হওয়ায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে’

'ড্রেনেজ ব্যবস্থার নকশা ক্রুটিপূর্ণ হওয়ায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে'

রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার নকশা ত্রুটিপূর্ণ হওয়ায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার সকালে রাজধানীর মৌচাকে নর্দমা পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। জানান, জলাবদ্ধতার সমস্যা সমাধানে মহাপরিকল্পনার অংশ হিসেবে আগামীতে ড্রেনেজ ব্যবস্থায় নতুন নকশা তৈরি করা হবে। নতুন নকশায় ড্রেনের পানি ধারণ ক্ষমতা বাড়বে বলেও জানান মেয়র।

এনএনআর/

Exit mobile version