Site icon Jamuna Television

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রস্তুতি ছিল না: জি এম কাদের

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রস্তুতি ছিলো না: জি এম কাদের

অদূরর্দশীতার কারণে সরকার টিকার বিকল্প কোনো উৎস না রাখায় এখন উপহার ও ভিক্ষার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো প্রস্তুতি ছিল না।

বুধবার দুপুরে বনানীতে ‘সময়ের আয়নায় পল্লীবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। বলেন ভ্যাকসিনের জন্য বিকল্প উৎস ঠিক না থাকায় তৈরি হয়েছে সংকট।

অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক প্রতিমন্ত্রী সালমা ইসলাম এমপি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি ও পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুনাম নষ্টের চেষ্টা চলছে।

এনএনআর/

Exit mobile version