Site icon Jamuna Television

স্কটিশদের বিদায়ে ক্রোয়াটদের উৎসব

ইউরো ২০২০ এর নক আউট পর্বে যাওয়ার স্বপ্ন ভেঙে গেল স্কটল্যান্ডের। তাদেরকে ৩-১ গোলে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া।

দুই দলই জানতো এ ম্যাচের জয় যেকোন দলকে নিয়ে যাবে পরের রাউন্ডে। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে অনুষ্ঠিত সেই ম্যাচে ১৭ মিনিটে প্রথম লিড নেয় ক্রোয়েশিয়া। ইভান পেরিসিচের পাস থেকে স্কোর শিটে নাম তোলেন নিকোলা ভ্লাসিচ, স্তব্ধ করে দেন সমগ্র গ্লাসগোকে।

তবে ৪২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দূর পাল্লার অনবদ্য গোলে ক্যালাম ম্যাকগ্রেগর জাগিয়ে তোলেন হ্যাম্পডেন পার্ককে, স্কটিশরা ফেরে সমতায়।

কিন্তু অন্যরকম ভেবেছিলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ড জেনারেল লুকা মডরিচ। ৬২ মিনিটে লং রেঞ্জে, বুটের বাইরের অংশের শটে গোল করে ক্রোয়াটদের আবারো এগিয়ে দেন ক্যাপ্টেন লুকা। ৭৭ মিনিটে রিয়াল মাদ্রিদের এই তারকার কর্নার থেকে ইভান পেরিসিচ গোল করলে ৩-১ গোলের জয়ে শেষ ষোলতে জায়গা নিশ্চিত হয় ক্রোয়েশিয়ার। আর চোখের জলে বিদায় নেন রবার্টসন, ম্যাকটমিনায়দের স্কটল্যান্ড।

Exit mobile version