Site icon Jamuna Television

গ্যালারি থেকে বের করে দেয়া হলো দুই ভারতীয় দর্শককে

বর্ণ বিদ্বেষী মন্তব্য করায় সাউদাম্পটনের দ্য এজিয়াস বৌলের গ্যালারি থেকে বের করে দেয়া হয়েছে দুই ভারতীয় দর্শককে। বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

বৃষ্টি বিঘ্নিত ছিল ভারত ও নিউজিল্যান্ডের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। কিন্তু গ্যালারিতে ছিলো ভারতীয় দর্শকদের উত্তেজনা। সাউদাম্পটনে পঞ্চম দিনের খেলায় নিউজিল্যান্ডের ক্রিকেটার রস টেলরকে উদ্দেশ্য করে বর্ণ বিদ্বেষী মন্তব্য করে দুই ভারতীয় দর্শক। এই অভিযোগ করেছেন টেলিভিশনে খেলা দেখতে থাকা এক দর্শক। আইসিসিকে টুইট করে বিষয়টি জানিয়েছেন তিনি। এরপর আইসিসির তদন্তে উঠে আসে এর সত্যতা। সেই দুই দর্শককে সাথে সাথেই বের করে দেয়া হয় মাঠ থেকে।

Exit mobile version