Site icon Jamuna Television

অস্ট্রেলিয়ায় ইঁদুরের উৎপাতে কারাগার বন্ধ

ইঁদুরের উৎপাতের কারণে অস্ট্রেলিয়ার একটি কারাগার বন্ধ করে দেয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে অই কারাগারের সকল বন্দিকে।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে ওয়েলিংটন কারেকশনাল সেন্টারে এ ঘটনা ঘটেছে। সেখান থেকেই সরিয়ে নেওয়া হচ্ছে বন্দিদের। নারী পুরুষ মিলিয়ে ৪২০ জন বন্দি আছে এই কারাগারে।

কারাগার কর্তৃপক্ষ বলছে, কর্মকর্তা-কর্মচারী ও বন্দিদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি উত্তরণে এখনই আমাদের কাজ করতে হবে। আগামী ১০ দিনের মধ্যে সকলকে অন্যত্র সরিয়ে নেয়া হবে।

গত কয়েক মাস ধরেই অস্ট্রেলিয়ায় ইঁদুরের উৎপাত চলছে। এতে দেশটির শস্যের যেমন ক্ষতি হয়েছে তেমনি ঘরবাড়ি থেকে শুরু করে ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল এবং কারাগারগুলোতে ইঁদুর ছেয়ে গেছে।

ইঁদুরের দুর্গন্ধে সেখানকার বাসিন্দারা অস্থির। বিছানায় ইঁদুরের কামড় খাওয়ার কথাও বলছে অনেকে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট।

Exit mobile version