Site icon Jamuna Television

বাঙালির সব অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, বাঙালির সব অর্জন এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘আমাদের মুক্তি, আমাদের স্বাধীনতা’ শীর্ষক দেশাত্মবোধক সঙ্গীতের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। এই দলের নেতৃত্বেই বিগত ১২ বছর বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের মডেল। প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা আর বাংলাদেশ আওয়ামী লীগ এ দুটি নাম ওতপ্রোতভাবে জড়িত। আওয়ামী লীগের নেতৃত্বেই আমাদের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা অর্জন বলে উল্লেখ করেন তিনি।

উদ্বোধন করা ওই সিডিতে হাওয়াইয়ান গিটারের সুরে ৫০ জন শিল্পীর গাওয়া গান সংকলিত রয়েছে।

Exit mobile version