Site icon Jamuna Television

পরীমণির মামলায় নাসির-অমির ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নাসির-অমির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল।

চিত্রনায়িকা পরীমণির ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান রিমান্ড মঞ্জুর করেন। গত ১৫ জুন সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। মাদক মামলায় রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়।

গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেন পরীমণি। ১৫ জুন নাসির উদ্দিন, অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পরে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদকের মামলা করে পুলিশ।

এনএনআর/

Exit mobile version