Site icon Jamuna Television

কাশ্মীরের স্বায়ত্বশাসন চান আঞ্চলিক শীর্ষ নেতারা

জম্মু-কাশ্মিরের স্বায়ত্বশাসন ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন অঞ্চলটির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে তারা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবেন এ দাবি।

২০১৯ সালে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রীয় শাসনের আওতায় আনার পর এটিই হবে মোদীর সাথে অঞ্চলটির নেতাদের প্রথম সাক্ষাত। এ সাক্ষাৎকে সামনে রেখে মঙ্গলবার কাশ্মিরের সিনিয়র নেতারা বৈঠকে বসেন। সেখান থেকেই আসে কাশ্মিরের রাজ্য পরিচয় ও বিশেষ মর্যাদা ফিরিয়ে দেয়ার দাবি তোলার সিদ্ধান্ত।

স্বায়ত্বশাসন ফিরিয়ে দেয়ার দাবিতে প্রতিবাদ মিছিলও করেন তারা। দুই বছর আগে কাশ্মিরের রাজ্য মর্যাদা বাতিলের পর থেকেই থমথমে উপত্যকার পরিস্থিতি। যদিও আঞ্চলিক দলগুলোর অবস্থানের বিরোধী কাশ্মিরের বিজেপি নেতারা। মঙ্গলবার শ্রীনগরে তারা পাল্টা কর্মসূচি পালন করে।

Exit mobile version