Site icon Jamuna Television

সিনেমায় ফিরছেন দেবশ্রী রায়

করোনা মহামারীর দাপট কমেনি। জীবন-জীবিকাও স্বাভাবিক হয়নি। এমন অবস্থায় ১০ বছর পরে সিনেমায় ফিরছেন দেবশ্রী রায়। একটা সময় টালিউড শাসন করত এই নায়িকা। দেবশ্রীর ফেরা মানেই কি বাকিদের আয়ে ভাতা পড়া? এই ভয় অনেকের মনে। সেই ভয় থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে সমালোচনা করছে কেউ কেউ। এমনটাই বলেছেন তিনি।

দেবশ্রী রায় এ বিষয়ে বলেন, আমার বয়স তুলে কটাক্ষ। ‘বাসি রসগোল্লা’, ‘মাসি’-র তকমা দিচ্ছে। কী বলব? আমি মুখে বলার চেয়ে কাজে করে দেখানোয় বিশ্বাসী। ভবিষ্যতে সেটাই করে দেখাবো। শত্রুরা সাবধান, আমি কিন্তু আপনাদের চাল ধরতে পেরেছি।

কী ভাবছেন? এ ভাবে আমার মনোবল ভেঙ্গে দেবেন? সে গুড়ে বালি। বরং আপনারা আমাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি যতখানি মনপ্রাণ দিয়ে অভিনয় করতাম, এবার তার চেয়েও দশ গুণ বেশি করবো।

শুধু রূপ কেন, আমার গুণ, কাজকর্ম কোনও কিছু নিয়েই আমার অহঙ্কার নেই। নতুন করে প্রমাণ করারও কিছু নেই। দেবশ্রী বরাবর নিজের লড়াই নিজেই লড়ে এসেছে। আরও এক বার না হয় লড়াই করেই নিজের ছেড়ে যাওয়া জায়গা দখল করব।

উল্লেখ্য, দেবশ্রী রায় প্রায় ১০ বছর অভিনয় থেকে দূরে ছিলেন। সম্প্রতি আবার অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি।

Exit mobile version