জলসীমা লঙ্ঘনের অভিযোগে এক ব্রিটিশ যুদ্ধজাহাজকে সতর্ক করতে বোমা ও গুলি ছুড়েছে রাশিয়া।
মস্কোর দাবি, ব্রিটিশ রয়াল নেভির একটি ড্রেস্ট্রয়ার সমুদ্রসীমা লঙ্ঘন করে রাশিয়ার অভ্যন্তরে ঢুকে পড়ে। একাধিকবার সতর্ক করা হলেও, তাতে সাড়া দেয়নি ব্রিটিশ ওই যুদ্ধজাহাজ। তারই প্রতিক্রিয়া হিসেবে ডেস্ট্রয়ারটিকে সতর্ক করতে গুলি ছোড়ে রুশ কোস্টগার্ডের যুদ্ধজাহাজ।
এসময় জাহাজটিকে সতর্ক করতে যুদ্ধবিমান থেকে বোমাও ছোড়ে রাশিয়া। এরপরই ব্রিটিশ জাহাজটি দিক পরিবর্তন করে।

