Site icon Jamuna Television

রইসিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতীয় নির্বাচনে জয়লাভ করায় ইরানের নব নির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রেরিত অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্টকে বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমাদের সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে ইরানের ভ্রাতৃপ্রতীম জনগণকেও আমার আন্তরিক অভিনন্দন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আপনার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া প্রমাণ করে যে, আপনার নেতৃত্বের প্রতি ইরানের সাধারণ জনগণের বিশ্বাস ও গভীর আস্থা রয়েছে। দুই ভ্রাতৃপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান যে সম্পর্ক রয়েছে, আপনার নেতৃত্বে আগামীতে তা সম্পর্ক আরও শক্তিশালী হবে।

ইরানে গত ১৮ জুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইব্রাহিম রইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

Exit mobile version