Site icon Jamuna Television

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ

আসন্ন জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজ উপলক্ষে একই সময়ে তিন সংস্করণের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ।

টেস্টে মুমিনুল হক, ওয়ানডেতে তামিম ইকবাল, এবং মাহমুদউল্লাহ রিয়াদ টি–টুয়েন্টিতে নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ শেষে জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলতে রওনা হবে টাইগাররা। স্বাগতিকদের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে, টি–টুয়েন্টি—তিন সংস্করণেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। বুলাওয়েতে একমাত্র টেস্টটি ছাড়া সিরিজের বাকি সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে।

আগামী ৭ জুলাই একমাত্র টেস্টে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

টি–টুয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

Exit mobile version