Site icon Jamuna Television

কসাইখানা থেকে পালিয়ে গেল গরু

কসাইখানা থেকে পালিয়ে এক পাল গরু দিগ্বিদিক ছুটতে থাকে শহরের রাস্তা ধরে। এমন দৃশ্যের দেখা মেলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে লস অ্যাঞ্জেলসের পিকো রিভেরা শহরের কসাইখানায় দরজা খোলা পেয়ে বেরিয়ে যায় ৪০ টি গরু। দল বেঁধে দ্রুত দৌড়াতে থাকে শহরের রাস্তায়। নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা আটকানোর চেষ্টা করে তাদের। এসময় কয়েকজনকে তাড়া করে গরুগুলো। কয়েকটি আবার পাশের বেড়া পার হওয়ার চেষ্টা করে। এসময় সামান্য কিছু ক্ষয়ক্ষতিও হয়। কয়েকটি চিঠির বাক্স, পার্ক করা একটি গাড়ির আয়না ভেঙে যায়। হুড়োহুড়িতে আহত হয় এক ব্যক্তি। দুর্ভাগ্যজনকভাবে পুলিশের গুলিতে মৃত্যু হয় একটি গরুর।

দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত ৩৮টি গরুকে ব্যারিকেড দিয়ে আটকানো সম্ভব হয়। সন্ধান মেলেনি বাকি একটির।

Exit mobile version