Site icon Jamuna Television

রমনা বটমূলে বোমা হামলার মামলা আবারো পিছিয়েছে

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাটির আপিল শুনানি রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আবারো পিছিয়েছে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।

২০১৭ সালের ৮ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়। অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুকও তৈরি করা হয়েছিল। একই বছরের ১৪ মার্চ চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য হয়। কিন্তু তারপর আর এগোয়নি।

কয়েকদফা আদালত পরিবর্তন হওয়ায় মামলাটির আপিল শুনানি হয়নি। ২০১৪ সালে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মুফতি আবদুল হান্নান, মাওলানা তাজউদ্দিনসহ আটজনের ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

Exit mobile version