Site icon Jamuna Television

ব্রাজিলে লকডাউনের সমর্থনে কথা বলায় সাংবাদিকের বাড়িতে আগুন

রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ারে আগুন

প্রতীকী ছবি।

ব্রাজিলে করোনার ভয়াবহ পরিস্থিতি নিয়ে ও লকডাউনের সমর্থনে কথা বলায় এক সাংবাদিকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৩জুন) এই অভিযোগ করেন তিনি।

ওই সাংবাদিক জানান, গত ১৭ মার্চে ভোর রাতে সাও পাওলোতে তার ঘরে আগুন ধরিয়ে দেয়া হয়। সেই দৃশ্য ধরা পড়ে পাশের বাসার সিটি ক্যামেরায়। এ ঘটনার জন্য দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে দায়ী করেছেন হামলার শিকার ওই সাংবাদিক।

জোস অ্যান্তোনিও নামের ওই সাংবাদিক আরও বলেন, গত ৩ মাস আগে বার্তা সংস্থা রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানে হাসপাতাল গুলোর করুন চিত্র তুলে ধরেছিলেন। এর জেরেই এ হামলা বলে ধারণা তার। তিনি বলেন, সরকারের সমালোচনা করলেই হামলার শিকার হতে হয় সবাইকে। গত নির্বাচনেরও হামলার ও নির্যাতনের শিকার হয়েছেন বহু রাজনীতিবিদ।

Exit mobile version