Site icon Jamuna Television

বন্দুক হামলার বিরুদ্ধে ‘জিরো টরালেন্স’ ঘোষণা বাইডেনের

বন্দুক হামলার বিরুদ্ধে 'জিরো টরালেন্স' ঘোষণা বাইডেনের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার বিরুদ্ধে ‘জিরো টরালেন্স’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার হোয়াইট হাউজে দেয়া এক বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আশঙ্কাজনক হারে বেড়েছে বন্দুক হামলার ঘটনা। তা দ্রুতই শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। এ জন্য শুধু কংগ্রেস বা ডেমোক্রেটিক নয় গোটা দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে।

বাইডেন বলেন, যার কাছে অস্ত্র বিক্রি করা হবে তার অতীত সব রেকর্ড সম্পর্কে খোঁজ খবর নিতে হবে। এতে কমে আসবে হামলার সংখ্যা।

পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বন্দুক হামলার সংখ্যা বেড়েছে ৩ শতাংশ। একই সময়ে মৃত্যু হয়েছে ২৫ শতাংশ বেশি। শুধু শিকাগোতেই গত দুই বছরে বন্দুক হামলায় মারা গেছে ৬ শতাধিক মানুষ।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এটা শুধু লাল বা নীল দলের নয়, গোটা আমেরিকার ইস্যু। সন্ত্রাসবাদ পুরো দেশের জন্য হুমকি হয়ে উঠেছে। তাই বন্দুক হামলার মতো অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছি। দ্রুতই অপরাধ প্রবণতা শূণ্যে নামিয়ে আনা হবে। এ জন্য সবাইকে দ্বায়িত্বশীল আচরণ করতে হবে। সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে আমাদের নিরাপত্তা বাহিনীকে।

এনএনআর/

Exit mobile version