Site icon Jamuna Television

কাবুল জুড়ে তালেবান বিরোধী বিক্ষোভ

তালেবানের দাপট ঠেকাতে আফগান নিরাপত্তা বাহিনীর প্রতি সমর্থন জানালো আফগানিস্তানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। বুধবার (২৩ জুন) কাবুলের উত্তরাঞ্চলে তারা বিশাল শোডাউন করে।

মে মাস থেকে, আফগানিস্তান ছাড়ছে মার্কিন ও ন্যাটোবহর। ১১ সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে সেনা প্রত্যাহারের এ প্রক্রিয়া। তারই সুযোগে, গেলো দু’মাসে অর্ধ-শতাধিক জেলার নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। সম্প্রতি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুন্দুজ-বাল্খ ও ফারিয়াব প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে তালেবান যোদ্ধাদের তুমুল লড়াই হয়েছে। এরপরই, তাজিকিস্তান লাগোয়া সীমান্ত ক্রসিং শের খান দখলে নেয় সশস্ত্র সংগঠনটি।

অতীতে, তালেবান বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো মার্কিন সমর্থনপুষ্ট মুজাহিদীনরা। তাদের হুমকি, দেশের সার্বভৌমত্ব-নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে আবারও হবে তালেবানের সাথে যুদ্ধ।

Exit mobile version