Site icon Jamuna Television

দায়িত্ব গ্রহণ করলেন নতুন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আগামী ৩ বছর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

সকালে গণভবনে সেনাপ্রধান হিসেবে তাকে জেনারেল র‍্যাংক ব্যাজ পরানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে ব্যাজ পরান নৌ ও বিমান বাহিনী প্রধান। এ সময় নবনিযুক্ত সেনাপ্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর, সেনা সদরে পৌছালে সেখানে তাকে স্বাগত জানান, সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে আনুষ্ঠানিকভাবে নতুন সেনাপ্রধানকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী সেনাপ্রধান।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, মুজিব শতবর্ষে সেনাপ্রধানের দায়িত্ব পাওয়া তাৎপর্যপূর্ণ। প্রথাগত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে। জনগণ ও সেনাবাহিনীর মধ্যে কোনো দূরত্ব থাকবে না বলেও জানান নব নিযুক্ত সেনা প্রধান।

Exit mobile version