Site icon Jamuna Television

জুলাই থেকে রুট পারমিট ছাড়া বাস চলবেনা ঢাকায়

রুট পারমিট ছাড়া পহেলা জুলাই থেকে রাজধানীতে কোনো বাস চলাচল করতে পারবে না। এদিন থেকে শুরু হবে ২ মাসের অভিযান, জানিয়েছেন ঢাকা সিটি (উত্তর) এর মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (২৪ জুন) দুপুরে নগর ভবনে রেশনালাইজেশন কমিটির মাসিক বৈঠক শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র আতিকুল ইসলাম। তিনি এসময় বলেন, দুই সিটিতে ১৬৪৬ টি গাড়ি কোনো রুট পারমিট ছাড়াই চলছে। ৪ এপ্রিল ১ম রুট উদ্বোধন করার কথা ছিল। যা করোনার জন্য সম্ভব হয়নি।
এদিকে ঢাকা সিটি (দক্ষিণ) এর মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ৮ জুলাইয়ের মধ্যে বাস মালিকদের সাথে চুক্তি সম্পন্ন হবে। ২৯ জুলাই আনুষ্ঠানিক চুক্তি হবে। বাস রুট রেশনালাইজেশনের অংশ হিসেবে বাস মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য মালিকদেরকে ১০০ কোটি টাকা ঋণ অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Exit mobile version