Site icon Jamuna Television

জমির বিরোধকে কেন্দ্র করে মালিককে গুলি, অস্ত্রসহ ২ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার

জমি দখলের জন্য ভাড়াটে সন্ত্রাসী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছে এমন দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এক ব্রিফিং এ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হাজারীবাগের শিকারীটোলা এলাকায় জমির বিরোধকে কেন্দ্র করে জমির মালিককে লক্ষ্য করে গুলি বর্ষণ করে রফিকুল ইসলাম রতন এবং আরমান। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম আলাদা একটি হত্যা মামলায় ২২ বছর কারাভোগ করে ২০১৭ সালে মুক্তি পায়। এই দুইজনের কাছ থেকে, একটি বিদেশী রিভলবার, পিস্তলের ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও মোটর সাইকেল জব্দ করা হয়। পুলিশ বলছে, রাজধানীর আশপাশের এলাকায় জমি দখলের কাজে ভাড়া খাটা সন্ত্রাসীদের তালিকা করে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version