Site icon Jamuna Television

লঙ্কানদের প্রথম টি-২০’তে হারিয়েছে ইংল্যান্ড

প্রথম ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। শ্রীলঙ্কার দেয়া ১৩০ রান তাড়া করতে নেমে ১৭ বল আগে জয়ের বন্দরে পৌঁছায় ইংলিশরা।

কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইংলিশ পেসে নাকাল শ্রীলঙ্কা। ৫২ রান তুলতেই সাজঘরে ফেরেন চার লঙ্কার ব্যাটসম্যান আভিস্কা ফার্নান্দো, গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, ও ধনঞ্জয়া ডি সিলভা। শ্রীলঙ্কার স্কোর শতরানের গন্ডি পেরোয় দাসুন সানাকার ফিফটিতে। সানাকার ৫০ রানের স্কোরে ৭ উইকেটে ১২৯ রান করে শ্রীলঙ্কা।

মাঝারি লক্ষ তাড়া করতে নেমে জেসন রয় আর জস বাটলারে দারুন শুরু এনে দেয় ইংল্যান্ডকে। বাটলারের ৬৮, রয়ের ৩৮ রানের ইনিংসে ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা।

Exit mobile version