Site icon Jamuna Television

পদ্মা সেতুর পাড় থেকে সন্দেহভাজন এক ভারতীয় নাগরিক গ্রেফতার

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের মাঝিরঘাট এলাকা থেকে সন্দেহভাজন এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

সন্দেহভাজন ভারতীয় নাগরিকের নাম বিজয় কুমার রায়। পুলিশ জানায়, রাত আড়াইটায় পদ্মা সেতু এলাকায় তাকে ঘোরাফেরা করতে দেখে সেনা সদস্যরা। তার ভাষা ও চালচলনে সন্দেহ হওয়ায় তাকে জাজিরা থানায় হস্তান্তর করেন তারা। তার বিরুদ্ধে জাজিরা থানায় বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্টে মামলা করা হয়েছে।

শরীয়তপুর কারাগারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কারাগারে আলাদা একটি কোয়ারেন্টাইন ওয়ার্ড আছে। গ্রেফতারকৃত বিজয় রায় ভারতীয় নাগরিক হওয়ায় তাকে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে।

Exit mobile version