
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যকার চলমান দ্বন্দ্ব সংঘাতের জেরে সাহাজাদপুরে সাংবাদিক প্রশান্ত সুভাস চন্দ নামে এক স্থানীয় সাংবাদিককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় সুভাসের মা দেবী রানী চন্দ ও ছেলে প্রমীত প্রতাপ চন্দকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে তারা।
বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এ হামলা চালায়। এ সময় সাংবাদিক সুভাসের বসত ঘরও ভাংচুর করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক জানায় সাংবাদিক প্রসান্ত সুবাসের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সুভাসের স্বজনরা জানায়, দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে সুভাসের বসত ঘরে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তারা সুভাসকে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তার ছেলে ও মাকেও কুপিয়ে-পিটিয়ে আহত করা হয়। সন্ত্রাসীরা তার বসত ঘরটিও কুপিয়ে তছনছ করে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে কোম্পানীগঞ্জের বসুরহাট রূপালি চত্বরে আ.লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।



Leave a reply