Site icon Jamuna Television

ওয়াশিংটনে হঠাৎ ভেঙে পড়লো ফুটওভারব্রিজ

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পথচারীদের চলাচলের জন্য ব্যবহৃত একটি ফুটওভারব্রিজ হঠাৎ ভেঙে পড়েছে। অন্তত ৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার দুপুরে কেনিলয়োর্থ অ্যাভিনিউর ব্রিজটি হঠাৎই বিধ্বস্ত হয়। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে অন্তত দুটি গাড়ি। আটকা পড়াদের দ্রুত উদ্ধার করে ফায়ার ব্রিগেড। আহত হন কমপক্ষে ৫ জন। অবশ্য, তাদের কারো অবস্থাই গুরুতর নয়।

দুর্ঘটনার ফলে সড়কটিতে ৬ কিলোমিটার জুড়ে ট্র্যাফিক জ্যাম সৃষ্টি হয়েছে। অবশ্য উদ্ধারকর্মীদের সহযোগিতায় কয়েক ঘণ্টা পরই যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।

গত ফেব্রুয়ারিতে পর্যবেক্ষণের সময় ব্রিজটিতে কিছু কাঠামোগত ত্রুটি ধরা পড়েছিলো এখনও যার সংস্কার হয়নি। দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Exit mobile version