
মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত ব্যাটিং এর কাছে হেরে গেল শিরোপা প্রত্যাশী আবাহনী। ২৪ জুন (বৃহষ্পতিবার) ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-২০ এর সুপার লীগের ম্যাচে আবাহনীকে ৬ উইকেটে পরাজিত করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ১৭৪ রানের লক্ষ্যে ওপেন করতে নেমে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল।
প্রথমে ব্যাট করতে নেমে লিটন দাসের ৫১ বলে ৭০, মোহাম্মদ নাইমের ২৮ বলে ৪২ এবং শেষ দিকে মোসাদ্দেকের ১৬ আর আফিফের ১৯ রানে ২০ ওভার শেষে ১৭৩ রানের লড়াকু পুঁজি পায় আকাশী নীলরা।
জবাবে ২ রানেই ফেরেন শেখ জামাল ওপেনার সৈকত আলী। বেশিক্ষণ স্থায়ী হননি ইমরুল কায়েসও। তবে স্রোতের বিপরীতে খেলে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন মোহাম্মদ আশরাফুল। শেষ পর্যন্ত নাসির ৩৬, সোহান ৩৬ ও জিয়াউর রহমানের ৯ বলে ২২ রানের ইনিংসে জয় পায় শেখ জামাল। ম্যাচ সেরা আশরাফুল করেন ৪৮ বলে অপরাজিত ৭২ রান। ৮টি ৪ ও ২টি ছক্কায় এই ঝলমলে ম্যাচজয়ী ইনিংস সাজান আশরাফুল।



Leave a reply