Site icon Jamuna Television

টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার ও লাইকি বন্ধে রিট

বাংলাদেশের সকল অনলাইন প্লাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার ও লাইকি বন্ধে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিমকোর্টের দুই আইনজীবী। রিটে বিবাদি করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের আইজি, বাংলাদেশ ব্যাংক, মোবাইল অপারেটর, বিকাশ ও নগদকে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) মানবাধিকার সংগঠন ‘ল এন্ড লাইফ ফাউন্ডেশন’ এর পক্ষে ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার গেমস এবং অ্যাপসগুলোর ক্ষতিকারক দিক তুলে ধরে রিট দায়ের করে। রিটে ক্ষতিকারক সকল গেম ও অ্যাপস অবিলম্বে নিষিদ্ধ করে অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রত্যাহার ও এদের আড়ালে শত শত কোটি অর্থ পাচার ও লেনদেনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তরুণদের জন্য ক্ষতিকর গেমস ও অ্যাপস বন্ধে বিটিআরসিকে নিয়মিত সুপারিশ করার কথা রিটে বলা হয়েছে।

Exit mobile version