Site icon Jamuna Television

সাতক্ষীরায় লকডাউন বাড়লো আরও এক সপ্তাহ

সাতক্ষীরা প্রতিনিধি:

অতি উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত জেলার তালিকায় থাকা সাতক্ষীরায় করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় জেলা প্রশাসন ঘোষিত লকডাউন চতুর্থ দফায় আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা সূত্র জানায়, গত ২৩ মে থেকে সাতক্ষীরা জেলায় করোনা পরিস্থিতির অবনতি হতে শুরু করলে একপর্যায়ে ৫ জুন থেকে জেলায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। এরপরেও অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার চতুর্থ মেয়াদে আরও এক সপ্তাহ লকডাউন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Exit mobile version