Site icon Jamuna Television

আরও ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ

চতুর্থ পর্বের বীর মুক্তিযোদ্ধাদের নামের সমন্বিত তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই তালিকায় ৮ বিভাগের ৫৫ উপজেলার ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত ২৫ মার্চ প্রকাশিত তালিকায় প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন, ৯ মে দ্বিতীয় ধাপে ৬ হাজার ৯৮৮ জন এবং ৭ জুন তৃতীয় ধাপে ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ করে।

Exit mobile version