Site icon Jamuna Television

হেরেই চলেছে মোহামেডান

সুপার লিগে দিনের প্রথম ম্যাচে শেখ মেহেদীর ৯২ রানের ইনিংসে মোহামেডানকে ৩ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মোহামেডানের করা ১৬৫ রান তাড়া করতে নেমে ৩ বল আগেই বন্দরে পৌছায় গাজী।

টসে জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। পারভেজ ইমন ও আব্দুল মজিদের ব্যাটে সতর্ক সূচনা পায় সাদাকালোরা। ইমন ৪১, ইরফান শুক্কুর ২৮ আর শেষ দিকে ৩১ বলে শুভাগত হোম চৌধুরীর ৫৯ রানের ভর করে ১৬৫ রানের লড়াকু পুঁজি পায় মোহামেডান।

জবাব দিতে নেমে সৌম্য সরকারকে সাথে নিয়ে ৪১ রানের জুটি গড়েন শেখ মেহেদী। সৌম্য ২২, শাহাদাত ২ আর মুমিনুল-রিয়াদ ৮ রান করে ফিরলে বিপদে পড়ে গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে মেহেদীর ৯২ রানে ভর করে ৩ উইকেটের জয় তুলে নেয়া গাজী। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ১৭।

Exit mobile version