Site icon Jamuna Television

খালেদাকে জামিন দেয়া না দেয়া আদালতের বিষয়: নাসিম

বিএনপি নির্বাচনে আসুক সেটি আওয়ামী লীগও চায়। কিন্তু খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা সেটি নির্ধারণ করবে আদালত। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার খিরশীন গ্রামে দশ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন ।

তিনি আরো বলেন, আদালত খালেদা জিয়াকে শাস্তি দিয়েছেন। এক্ষেত্রে আওয়ামী লীগের কোন হাত নেই। সুতরাং জামিন দেয়া না দেয়া সেটি আদালতের সিদ্ধান্ত।

এদিকে একইসাথে পত্নীতলা উপজেলার মধইল বাজারে নির্মিত ১০ শয্যা বিশিষ্ট আরো একটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্রের উদ্বোধন করেন। পরে তিনি খিরশীন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এতে অন্যান্যের মধ্যে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দিন তরফদার এমপি, নওগাঁর জেলা প্রশাসক মো: মিজানূর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বক্তব্য রাখেন।

Exit mobile version