Site icon Jamuna Television

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক ড্যারেন স্যামি

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের পরিচালক হলেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামি।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের নন-মেম্বার পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়াকে বড় সুযোগ হিসেবে দেখছেন সাবেক এই অলরাউন্ডার। স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্যারিবীয় ক্রিকেটের উন্নয়ন করতে মুখিয়ে তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও স্যামি এখনো খেলছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট। তবে ক্যারিবিয়ান ক্রিকেটের দুঃসময়ে আগামী ২ বছরের জন্য পরিচালক হিসেব নিয়োগ দেয়া হয়েছে তাকে। দেশের ক্রিকেটের দুঃসময়ে ২০১২ এবং ২০১৬ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের ট্রফি উপহার দিয়েছেন ড্যারেন স্যামি।

Exit mobile version