Site icon Jamuna Television

ছয়টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে

ফাইল ছবি

২০২১ এশিয়ান কোয়ালিফিকেশন রাউন্ডের আগে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের হেড কোচ জেমি ডে ছুটিতে যাওয়ার আগে এমন পরিকল্পনাই দিয়ে গেছে বাফুফেকে। আর সেপ্টেম্বরে সাফ আয়োজন হতে পারে ঢাকার বাইরে।

বিশ্বকাপ বাছাইপর্বে ২ পয়েন্ট নিয়ে এশিয়া কাপের কোয়ালিফিকেশন রাউন্ডে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মত এমন অর্জন হেলায় নষ্ট হতে দিতে চায় না বাফুফে। তাইতো কোয়ালিফিকেশন রাউন্ডের আগে সর্বোচ্চ প্রস্তুতির কথা ভাবছে বাংলাদেশ। ছুটিতে যাওয়ার আগে বাফুফেকে এমন পরামর্শই দিয়ে গেছেন হেড কোচ জেমি ডে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, বাংলাদেশের র‍্যাঙ্কিং এর আশপাশের দলগুলোর সাথে খেলার পরিকল্পনা করছে বাফুফে। সেই সাথে র‍্যাঙ্কিং এ ১৫০ এর আশেপাশের দলের সাথেও খেলার পরিকল্পনাও রয়েছে ফেডারেশনের।

জানা গেছে, করোনার কারণে ২০২০ সাফ চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে আসছে সেপ্টেম্বরে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় সেটি হতে পারে সিলেটে।

Exit mobile version