
বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থার সিনেমা থেকে বাদ পড়ার পর এবার সাজিদ নাদিওয়াদওয়ালার প্রযোজনায় সত্যনারায়ণ কি কথা (Satya narayan ki katha) সিনেমাতে নায়কের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়েনকে।
কার্তিক আরিয়েন ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘সোনু কে টিটু কি সুইটি’, ‘লুকা ছুপি’, ‘লাভ আজ কাল’ এর মতো জনপ্রিয় সব ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন।
তবে গত কয়েক মাস একের পর এক বলিউডের একাধিক সিনেমা থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়েন। এমনকি করণ জোহরের ‘দোস্তানা টু’ থেকিও বাদ পড়েছিলেন কার্তিক। এরপর শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ-এর আসন্ন সিনেমা ‘ফ্রেডি’ থেকেও বাদ দেয়া হয় তাকে।
সম্প্রতি বলিউডের বিখ্যাত প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালার প্রযোজনায় নতুন একটি ছবিতে প্রধান চরিত্র হিসেবে ঘোষণা করা হয়েছে তার নাম।
ইন্সটাগ্রামে কার্তিক নিজেই এই ছবির ছোট্ট একটি টিজার আপলোড করেন। জানা গেছে, বেশ বড় বাজেটে তৈরি হতে চলা ছবিটি মূলত একটি প্রেমের ছবি। নায়িকা হিসেবে থাকবেন, শ্রদ্ধা কাপুর। ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সমীর বিদ্বানস।
এটি ছাড়াও কার্তিকের হাতে রয়েছে ধামাকা (Dhamaka এবং ভুলভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2)।



Leave a reply